Road map of F-Commerce to E-Commerce শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে SME Foundation এর সহযোগিতায় CWCCI কার্যালয়ে আজ ২৭ ফেব্রুয়ারি সকাল ০৯:০০ ঘটিকা থেকে Road map of F-Commerce to E-Commerce শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CWCCI এর পরিচালক ও ট্রেইনিং, সেমিনার এবং ওয়ার্কশপ কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ নূজহাত নূয়েরী কৃষ্টি, CWCCI এর পরিচালক ও এইচ আর কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ কাজী তুহিনা আক্তার, CWCCI এর পরিচালক ও সিএমএসএমই ডেভেলপমেন্ট কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ চৌধুরী জুবাইরা সাকী জিপসী এবং CWCCI এর সদস্য ও ট্রেইনিং, সেমিনার এবং ওয়ার্কশপ কমিটির সদস্য আনোয়ারা শাহরিয়ার রেনু। ৩০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে উক্ত প্রশিক্ষণটি পরিচালনা করেন আইটি সলিউশন ৩৬৫ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান। দুইদিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আগামী কাল বিকাল ০৪:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।