৩ দিন ব্যাপী ‘Business Model Canvas’ শীর্ষক প্রশিক্ষণ
CWCCI Business Incubation Center ও Debaters of Chittagong University (DCU) এর উদ্যোগে এবং চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর সহযোগিতায় ৩ দিনব্যাপী “Business Model Canvas” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি হয়েছে। কোর্সের শেষ দিনে, Business Pitching Competition অনুষ্ঠিত হয় যেখানে ৩ জন করে মোট ৮টি গ্রুপ তাদের ব্যবসা প্রকল্প Business Model Canvas অনুসরণ করে উপস্থাপন করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও CWCCI Business Incubation Center এর চেয়ারম্যান লুৎমিলা ফরিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাভেদ হোসেন ও Advisor (ICT Sector), Business Development Support Service Center, CWCCI-ILO ProGRESS Project মোঃ হাফিজুর রহমান। প্রতিযোগিতায় প্রথম স্থান করেন গ্রুপ প্রত্যাশা, দ্বিতীয় স্থান গ্রুপ Euphoria, তৃতীয় স্থান গ্রুপ Arohini।