২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার এ পুষ্পস্তবক অর্পণ
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে কে, সি, দে রোড, নন্দনকানন, চট্টগ্রাম এর কেন্দ্রীয় শহীদ মিনার এ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন CWCCI এর প্রাক্তন পরিচালক সাবিনা কাইয়ুম, সদস্য শিরিন আক্তার শিল্পী, উম্মে ফাতেমা শেলী ও ফারহানা হক।
Preparation of Policy Agenda for Agro Sector through ProGRESS Project: Consultation Meeting with Key Stakeholder শীর্ষক সভা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Preparation of Policy Agenda for Agro Sector through ProGRESS Project: Consultation Meeting with Key Stakeholder শীর্ষক সভা আজ ১০ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। CWCCI এর প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর উপদেষ্টা আবিদা সুলতানা’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ এবং CWCCI এর কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন CWCCI এর পরিচালক ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর সদস্য নূজহাত নূয়েরী কৃষ্টি। সভায় চট্টগ্রাম রিজিয়নে এগ্রো সেক্টরের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক (উপসচিব) নাসিম ফারহানা শিরীন। আগত এগ্রো সেক্টরের উদ্যোক্তা ও স্টেকহোল্ডাররা কাজ করতে গিয়ে যেসকল চ্যালেঞ্জ এর মুখোমুখি হন এবং সম্ভাব্য সমাধান নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় আরো বক্তব্য রাখেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh, Management Committee এর চেয়ারপার্সন ডা: মুনাল মাহবুব।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর কার্যালয়ে আজ ৬ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন CWCCI এর প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর উপদেষ্টা আবিদা সুলতানা। সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh, Management Committee এর চেয়ারপার্সন ডা. মুনাল মাহবুব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর কো-চেয়ারপার্সন লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর উপদেষ্টা নিশাত ইমরান, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর পরিচালনা পরিষদের সভা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর পরিচালনা পরিষদের সভা আজ ১ মার্চ ২০২৫ তারিখ দুপুর ০২:৩০ ঘটিকায় CWCCI এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব, লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নূরজাহান রোজী, শামীম মোর্শেদ, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী রুহি মোস্তফা, জেসমিন আক্তার, নূর আক্তার জাহান, নাসরিন সুলতানা চৌধুরী, নূজহাত নূয়েরী কৃষ্টি, বেবী হাসান, সৈয়দা কামরুন নাহার, আমিনা শাহীন, চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও রাহানুমা মরিয়ম তুলি।
Strengthening Business Development Support Service through ProGRESS Project: Coordination Meeting with Key Stakeholders শীর্ষক সভা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Strengthening Business Development Support Service through ProGRESS Project: Coordination Meeting with Key Stakeholders শীর্ষক সভা CWCCI এর কনসালটেন্ট জনাব ফেরদৌস আহমেদ এর পরিচালনায় আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৩:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project, Advisory Committee এর চেয়ারপার্সন ডা: মুনাল মাহবুব, CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ, CWCCI এর পরিচালক ও CWCCI-ILO ProGRESS Project সদস্য নুজহাত নূয়েরি কৃষ্টি, পরিচালক সারিস্ত বিন্তে নূর ও বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রদানকারী বিভিন্ন স্টেকহোল্ডাররা উপিস্থিত ছিলেন। CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project এর কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ তার স্বাগত বক্তব্যে বলেন নারীদের সক্ষমতা বৃদ্ধিতে স্টেকহোল্ডাদের সহায়তা প্রয়োজন। তা না হলে কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতা সম্ভব নয়। তিনি আরো বলেন আমাদের আজকের এই আয়োজন কিভাবে আমরা বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিস আরো বেশি কার্যকর, মানসম্মত ও অধিক পরিমানে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা যায়। CWCCI এর কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন CWCCI এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। বিজনেস ডেভেলপম্যান্ট সাপোর্ট সার্ভিসের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন কনসালটেন্ট জনাব ফেরদৌস আহমেদ। আগত স্টেকহোল্ডাররা তাদের নেওয়া ওয়ান টু ওয়ান সেশনের অভিজ্ঞতা এবং এটি আরো কিভাবে উন্নত করা যায় তা নিয়ে মত প্রকাশ করেন। সভায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক (উপসচিব) নাসিম ফারহানা শিরীন তার বক্তব্যে বলেন ProGRESS Project যে চারটি সেক্টর নিয়ে কাজ করছে তার মধ্যে চট্টগ্রামে কেয়ার গিভিং সেক্টরের সম্ভাবনা অনেক বেশি। যেহেতু চট্টগ্রামের তিনটি পার্বত্য জেলায় বিভিন্ন ধরনের ফল ভালো উৎপন্ন হয়, তাই এগ্রো সেক্টরেরও খুব বেশি সম্ভাবনা আছে, এক্ষেত্রে কৃষি বিপনন অধিদপ্তর সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর অতিরিক্ত কমিশনার নুসরাত জাহান তার বক্তব্যে বলেন নারী উদ্যোক্তারা পরিবার থেকে ব্যবসায়ের ক্ষেত্রে সবসময় পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ তুলনামূলক কঠিন। আর আমাদের সকলের উচিত নারীদের এই ব্যাপারগুলোকে নিজের মধ্যে ধারণ করা, এবং নিজ নিজ জায়গা থেকে সাধ্যমত সহযোগীতার হাত বাড়ানো। তবেই নারীরা এগিয়ে যাবে, একই সাথে দেশ এগিয়ে যাবে। CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project, Advisory Committee এর চেয়ারপার্সন ডা: মুনাল মাহবুব তার সমাপনী বক্তব্যে বলেন, উদ্যোক্তাদের কোন ধরনের সহায়তা দরকার তা নিয়ে আমাদের একটি সার্ভে করা প্রয়োজন এবং তাদের যদি একটি পোর্ট ফোলিও থাকে তাহলে ওয়ান টু ওয়ান সেশন গুলো আরো ভালো হবে। তিনি আরো বলেন আপনারা যদি আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আগত নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সকল কাজে সহায়তা প্রদান করেন তাহলে নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরো সুগম হবে।
Coordination Meeting with internal Sub-committee of CWCCI
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Preparation of Policy Agenda for Strategy Plan of CWCCI এর আওতায় Coordination Meeting with internal Sub-committee কনসালটেন্ট জনাব ফেরদৌস আহমেদ এর পরিচালনায় আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৩:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নুরজাহান রোজী, পরিচালক জেসমিন আক্তার, রোকসানা আক্তার চৌধুরি (রুহি মোস্তাফা), কাজি তুহিনা আক্তার, নূজহাত নূয়েরি কৃষ্টি, নাসরিন সুলতানা চৌধুরি এবং চৌধুরি জুবাইরা সাকী জিপসী। এছাড়াও প্রাক্তন পরিচালক ও সদস্য আক্তার বানু ফেন্সী, নাসরিন সরোয়ার মেঘলা, রেবেকা নাসরিন, সাবিনা কাইয়ুম, সৈয়দা জিন্নাত আরা নিপুন, সাহিদা কামাল, সদস্য সারা তানভি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।
One 2 One Advisory Support Service on Marketing and Branding শীর্ষক পরামর্শ সেবা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( CWCCI ) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh – এর আওতায় One 2 One Advisory Support Service on Marketing and Branding শীর্ষক পরামর্শ সেবা প্রদান সেশন ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার বিকেল ৩.০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আগত নারী উদ্যোক্তাদের মার্কেটিং এবং ব্র্যান্ডিং বিষয়ে পরামর্শ প্রদান করেন Reflex Advertising Corp. এর প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত নারী উদ্যোক্তারা সঠিক লক্ষ্য নির্ধারণ এবং কার্যকর মার্কেটিং পরিকল্পনা তৈরি, কিভাবে একটি শক্তিশালী ব্র্যান্ড ব্যবসাকে আলাদা করে তুলে, কিভাবে ব্র্যান্ডের পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা তৈরি করবে এবং কাস্টমার এনগেজমেন্ট সম্পর্কিত One 2 One পরামর্শ সেবা গ্রহন করেন।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Preparation of Policy Agenda for Strategy Plan through: Consultation Meeting With CWCCI Board Members শীর্ষক সভা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Preparation of Policy Agenda for Strategy Plan through: Consultation Meeting With CWCCI Board Members শীর্ষক সভা জনাব ফেরদৌস আহমেদ এর পরিচালনায় আজ ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৩:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট শামিম মোর্শেদ, পরিচালক কাজি তুহিনা আক্তার, রোকসানা আক্তার চৌধুরি (রুহি মোস্তাফা), নুজহাত নূয়েরি কৃষ্টি, নাসরিন সুলতানা চৌধুরি, সৈয়দা কামরুন নাহার, সারিস্ত বিনতে নুর, চৌধুরি জুবাইরা সাকী জিপসী, সূবর্ণা দে। এছাড়া, প্রাক্তন পরিচালক নাসরিন সরোয়ার মেঘলা, শাহিদা কামাল, সাবিনা কাইয়ুম, সদস্য সিতারা রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।