আন্তর্জাতিক কাস্টমস দিবস,২০২৪ উপলক্ষে “মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন”
সনদ বিতরণী অনুষ্ঠান
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে CWCCI এর কার্যালয়ে ২০ জানুয়ারি ২০২৪ সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CWCCI এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর ট্রেইনিং কমিটির চেয়ারম্যান, CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক এবং আইভি হাসান, পরিচালক বেবি হাসান এবং প্রাক্তন পরিচালক ও সদস্য ফেরদৌসি ইয়াসমিন খানম। অনুষ্ঠান শেষে CWCCI এর উদ্যোগে বিগত সময়ে অনুষ্ঠিত ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’, ‘রোডম্যাপ অফ এফ-কমার্স টু ই-কমার্স’, ‘বিজনেস প্ল্যানিং ফর স্ট্যার্টআপ’, ‘স্যোসাল কমার্স ফর এসএমই’স’, ‘ স্ন্যাকস প্রোডাকশন ফর ক্যাটারিং বিজনেস’, ‘লেদার প্রোডাক্টস্ প্রোডাকশন’ প্রশিক্ষণ সমূহের সনদ বিতরণ করা হয়।
ব্যাংক ঋন সংক্রান্ত আলোচনা
ব্লক, বাটিক এন্ড হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ
আপনি কি ব্লক, বাটিক এন্ড হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ নিয়ে একজন উদ্যোক্তা হতে চান?
Chittagong Women Chamber Of Commerce & Industry
এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী ব্লক, বাটিক ও হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ।
যা যা শেখানো হবেঃ
- ব্লকের কেমিক্যাল তৈরি,
- রঙ তৈরি,
- আফসান তৈরি, কাপড়ে ব্যবহার ও যত্ন,
- ডিপ ও লাইট কালার কাপড়ে রঙের ধরন,
- টাই ডাই এর বিভিন্ন ডিজাইন,
- ভ্যাট এর রঙ মিক্সিং প্রয়োগ ওযত্ন,
- হ্যান্ডপেইন্ট এর ফ্রেম তৈরি,
- কেমিক্যাল মিক্সিং, পরিচিতি, ও সংরক্ষণ,
- সুতি, সিল্ক, টুইল, মসলিন, জরজেট কাপড়ে আলাদা আলাদা রঙ তৈরি ও প্রয়োগ।
- এছাড়াও আরো বিভিন্ন আইডিয়া ও টেকনিক শেখানো হবে হ্যান্ডপেইন্ট এর।
বিঃদ্রঃ যত্ন সহকারে কাজ শেখানো হবে যেন ট্রেইনিং শেষে নিজেই অর্ডার নিতে পারবেন।
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
আগ্রহীরা পোষ্টের ১ম কমেন্টে দেয়া গুগল ফরমটি পূরণ করে নিবন্ধন নিশ্চিত করুন।
রেজিষ্ট্রেশন ফি: ৫০০/-
বিকাশ : ০১৮১৩০৪৫৪৬৫ (বিকাশ চার্জ প্রযোজ্য)
বিস্তারিত জানতে কল করুন-
01713363354, 01792521513, 01713485778