চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে এবং ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগিতায় ১৪ মার্চ ২০২৫ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় হোটেল আগ্রাবাদের ইছামতি হলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে “পর্যটন শিল্পে নারী” শীর্ষক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন এই কথা বলেন। তিনি তার বক্তব্যে আরো বলেন পর্যটন শিল্পে নারীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নারীর ক্ষমতায়ন ছাড়া নারীর অধিকার, নারী-পুরুষের তাল মিলিয়ে চলা এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট সম্ভব নয়। তিনি বলেন চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। একটা শহর কর্ণফুলী নদী দিয়ে ২ ভাগে বিভক্ত। কর্ণফুলী নদীর অপর পাড় পর্যটনের জন্য উপযুক্ত ও ইকোফ্রেন্ডলি। চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার চিন্তাভাবনা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি এই ব্যাপারে সার্বিক সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক (উপসচিব) নাসিম ফারহানা শিরীন বলেন চট্টগ্রামে এগ্রিকালচার ও ট্যুরিজমের বিশাল সম্ভাবনা রয়েছে। এসডিজিকে বাস্তবায়ন করতে হলে ২৫% নারী কর্মক্ষেত্রে থাকতেই হবে। তিনি আরো বলেন নারীদের এত সুন্দর উদ্যোগ গুলো তাদের ভিতরে থাকা প্রাণ শক্তির বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে Asian University for Women এর Dean of Students Dr. Fatima Mary Sidotam বলেন প্রতিটি নারীই পর্যটন শিল্পকে প্রোমোট করে। নারীদের একক ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা আরো জোরদার করা প্রয়োজন বলে তিনি মনে করেন। CWCCI এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী তার বক্তব্যে বলেন পর্যটন শিল্পে নারীরা অনেক বেশি অবদান রাখছে এবং চট্টগ্রাম এর ব্র্যান্ডিং এর জন্য কাজ করছে। দেশে ও বিদেশে সব জায়গায় পর্যটন শিল্পে নারীদের অবদান অনেক বেশি। CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা সভাপতির বক্তব্যে বলেন আগত উদ্যোক্তাদের অংশগ্রহণই আমাদের সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের উপস্থিতি আজকে আমাদের এই অনুষ্ঠানকে প্রানবন্ত করেছে। তিনি আরো বলেন জেন্ডার-ইকুয়ালিটি ছাড়া নারীদের প্রতি বৈষম্য, প্রতিবন্ধকতা, নারী সমতা ও দারিদ্র্য দূরীকরণ কখনোই সম্ভব নয়। শুধু নারী দিবসেই নয় নারীর জন্য প্রতিটা দিন যেন হয় সম্মানের ও আনন্দের। CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh, Management Committee এর চেয়ারপার্সন ডা. মুনাল মাহবুব The Role of Women in Tourism শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত Business Acceleration Contest 2025 এ অংশগ্রহণকারী বিজয়ী ৬ নারী উদ্যোক্তাকে মাননীয় মেয়র প্রাইজ মানি ও ক্রেস্ট প্রদান করেন। বিজয়ী উদ্যোক্তাদের মধ্যে ৩ জন চট্টগ্রাম, ২ জন রাঙামাটির ও ১ জন মিরসরাই জেলার। পুরষ্কার প্রাপ্তির পর রেঁনেসা চাকমা তার অনুভুতি বলতে গিয়ে বলেন এই পুরষ্কার পেয়ে তিনি অনেক খুশি। পুরষ্কারের এই অর্থ তিনি তার ব্যবসায় কাজে লাগাবেন। তিনি কাজ করছেন কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ নিয়ে। যেখানে তিনি একই সাথে প্রক্রিয়াজাত খাদ্য ও প্রাকৃতিক প্রসাধনী তৈরী করেন। ত্রিশিলা চাকমা বলেন তিনি ২০১৭ সাথে স্ক্রিনপ্রিন্ট নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি তিন পার্বত্য জেলার ঐতিহ্য ও কালচারাল বৈশিষ্ট্য তুলে ধরছেন ডিটিএফ প্রিন্টিংয়ের মাধ্যমে। তিনি অত্যন্ত খুশি বিজয়ী হতে পেরে এবং তিনি বলেন তার এই বিজয় তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। এছাড়াও অনুষ্ঠানে রকমারি ইফতার তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগিদের পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কেক কেটে CWCCI এর একজন সদস্য ও উদ্যোক্তার “মিক্সিট স্পাইস ক্ষীর মিক্স” এর শুভ উদ্ভোধন করেন। অনুষ্ঠানের শুরুতে “৫ দিনব্যাপী ঈদ বাজার” এর উদ্ভোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন। পরে তিনি উদ্যোক্তাদের পণ্য পরিদর্শন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা উন্নয়নের সাথে সম্পৃক্ত স্টেকহোল্ডার ও নারী উদ্যোক্তাগণ এবং CWCCI এর প্রাক্তন ও বর্তমান পরিচালক ও সদস্যবৃন্দ।
Related Posts

চিটাগাং উইম্যান চেম্বারে ঈদ পূনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠান-দৈনিক আজকাল
Fahim FaisalApril 16, 2025

চিটাগাং উইম্যান চেম্বারে ঈদ পূনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠান
Fahim FaisalApril 16, 2025

কর ব্যবস্থা হবে ডিজিটাল ও স্বয়ংক্রিয়- এনআরবি চেয়ারম্যানের আশ্বাস।
Fahim FaisalApril 15, 2025