CWCCI এর সাথে বাংলাদেশস্থ ফিলিপাইন রাষ্ট্রদূত H. E. Nina Padilla Cainglet এর বিজনেস মিটিং
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৩ ঘটিকায় CWCCI এর সেমিনার হলে “Business Meeting With H. E. Nina Padilla Cainglet, Hon’ble Ambassador of Philippines in Bangladesh” অনুষ্ঠিত হয়। CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ ফিলিপাইন রাষ্ট্রদূত H. E. Nina Padilla Cainglet CWCCI প্রেসিডেন্ট আবিদা সুলতানা তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের বিশেষ অতিথি Consul General of Philippines in Chittagong Mohammad Abdul Awwal কে এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। তিনি ফিলিপাইন এর সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন বাংলাদেশ এবং ফিলিপাইন একসাথে কাজ করলে নারী উদ্যোক্তারা তাদের সকল বাধা বিপত্তি অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। H. E. Nina Padilla Cainglet তার বক্তব্যে নারীদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন। তিনি তার ব্যক্তি জীবনে ৪ বোনের মাঝে বেড়ে ওঠার গল্প বলেন এবং সেখান থেকে নারীদের জীবনে লড়াই করে এগিয়ে যাওয়ার অনুভূতি প্রকাশ করেন। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর কার্যাক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন CWCCI এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়াও ফিলিপাইন এর Philippines Board of Investments নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন Vice Consul of Philippines Ms. Lynn R. Gutierrez| অনুষ্ঠানের শুরুতে ”মেইড ইন চিটাগাং” শীর্ষক পণ্য প্রদর্শনীতে নারী উদোক্তারা তাদের হাতের তৈরি উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করেন। পণ্য প্রদর্শনীতে চাকমা সমপ্রদায়ের পিনন হাদি বুনন শিল্পও প্রদর্শিত হয়। পণ্য পরিদর্শন শেষে রাষ্ট্রদূত H. E. Nina Padilla Cainglet আগত নারী উদ্যোক্তাদের উদ্যোগের প্রশংসা করেন। এছাড়াও তিনি CWCCI এর সদস্য হামিদা আক্তারের ইউরিয়া মুক্ত লাল মুড়ি পাফিনা’র উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন CWCCI এর প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদা আবিদ আওয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক গুলশানা আলী। অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন Consul General of Philippines in Chittagong Mohammad Abdul Awwal, Administrative officer Mr. Arthur L. Blas এবং CWCCI এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজি, পরিচালক কাজী তুহিনা আক্তার, রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), সাভিনা ইকরাম সিরাজী, নাসরিন সুলতানা চৌধুরী, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, রেহনুমা মরিয়ম তুলি, প্রাক্তন পরিচালক নাসরিন সারোয়ার মেঘলা, শামীলা রিমা, আক্তার বানু ফেন্সি, সৈয়দা জিন্নাত আরা নিপুন ও সদস্যবৃন্দ।
নারী উদ্যোক্তাদের জন্য Gender and Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক আবাসিক প্রশিক্ষণের সুযোগ
নারী পুরুষের বৈষম্য দূর করে কিভাবে সুন্দর পরিবেশ তৈরীর মাধ্যমে নিজেদের ব্যবসা পরিচালনা ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ সৃষ্টি করা যায় Gender and Entrepreneurship Together (Get Ahead Training) এর মাধ্যমে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ৫ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী নারী উদ্যোক্তারা নিচের গুগল ফর্মটি পূরন করে প্রাথমিক নিবন্ধন করুন। মোট ২৫ জন নির্বাচিত উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ এর সুযোগ পাবেন।
অংশগ্রহণকারীদের ৫ দিন ব্যাপী থাকা-খাওয়া ও যাতায়ত ভাতা প্রদান করা হবে।
নিবন্ধনের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৫
“One 2 One Advisory Support Service on Marketing and Branding” শীর্ষক সেশন
প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায় টিকে থাকতে হলে Marketing and Branding এর সঠিক প্রয়োগ অপরিহার্য।উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রচারনা ও ব্র্যান্ডের পরিচিতি তৈরির লক্ষে আয়োজন করা হয়েছে।
এই সেশনে আপনি জানতে পারবেন:
মার্কেটিং স্ট্রাটেজি: সঠিক লক্ষ্য নির্ধারণ এবং কার্যকর মার্কেটিং পরিকল্পনা তৈরি
ব্র্যান্ডিংয়ের গুরুত্ব: কীভাবে একটি শক্তিশালী ব্র্যান্ড আপনার ব্যবসাকে আলাদা করে তুলে
ব্র্যান্ড ভ্যালু তৈরির পদ্ধতি: আপনি কীভাবে আপনার ব্র্যান্ডের পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারেন কাস্টমার এনগেজমেন্ট: গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং ধরে রাখা
📅 তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ⏰সময়: বিকেল ৩ ঘটিকায় 📍স্থান: CWCCI কার্যালয়
ওয়ান টু ওয়ান সেশনে অংশগ্রহণে আগ্রহীরা নিচে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে নিবন্ধন নিশ্চিত করুন।
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০ (সর্বোচ্চ ২০ জনকে সুযোগ দেওয়া হবে)
One 2 One Advisory Support Service on Product Costing and Pricing শীর্ষক পরামর্শ সেবা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( CWCCI ) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh – এর আওতায় One 2 One Advisory Support Service on Product Costing and Pricing শীর্ষক পরামর্শ সেবা প্রদান অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার বিকেল ৩.০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আগত নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন CWCCI এর পরিচালক ও BDS Expert নূজহাত নূয়েরী কৃষ্টি। এসময় উপস্থিত নারী উদ্যোক্তারা প্রোডাক্ট কস্টিং নির্ধারণের সঠিক পদ্ধতি, কার্যকরী প্রাইসিং কৌশল ও তাদের বাস্তব প্রয়োগ, প্রতিযোগিতামূলক বাজারে লাভজনক প্রাইসিংয়ের ভারসাম্য রক্ষা এবং প্রাইসিং সম্পর্কিত সাধারণ ভুল ও সেগুলোর প্রতিকার সম্পর্কিত One 2 One পরামর্শ সেবা গ্রহন করেন।
One 2 One Advisory Support Service প্রদানকালে সেশন পরিদর্শন
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh – এর আওতায় One 2 One Advisory Support Service on Product Costing and Pricing শীর্ষক পরামর্শ সেবা প্রদানকালে সেশন পরিদর্শন করেন CWCCI এর প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project এর উপদেষ্টা আবিদা সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project ব্যবস্থাপনা কমিটির কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ, CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project ব্যবস্থাপনা কমিটির সদস্য নিশাত ইমরান, CWCCI এর পরিচালক রোকসানা আক্তার চৌধুরী ও চৌধুরী জুবাইরা সাকী জিপসী। উক্ত পরামর্শ সেবা প্রদান করেন CWCCI এর পরিচালক ও CWCCI-ILO ProGRESS Project ব্যবস্থাপনা কমিটির সদস্য নূজহাত নূয়েরি কৃষ্টি।
“পরিশ্রম মানুষকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়”- আবিদা সুলতানা।
“পরিশ্রম মানুষকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়” চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা সম্প্রতি CWCCI এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজী এর প্রতিষ্ঠান মিয়া-বিবি’র ৫ম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। তিনি আরো বলেন পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা থাকলে মানুষের জীবনে সফলতা আসবেই যার উৎকৃষ্ট প্রমাণ সুলতানা নূরজাহান রোজী। আমি সবাইকে অনুরোধ করব তাকে অনুসরণ করার জন্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর পরিচালক কাজী তুহিনা আক্তার, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদা এ আওয়াল, সদস্য সায়মা সুলতানা ও নাসরিন আক্তার।
One 2 One Advisory Support Service on Product Costing and Pricing
নারী উদ্যোক্তাদের জন্য “One 2 One Advisory Support Service on Product Costing and Pricing” শীর্ষক সেশন আয়োজন করা হয়েছে। উক্ত সেশন উদ্যোক্তারা উৎপাদন ব্যায় নিরূপণ ও উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণের কৌশল সর্ম্পকিত ধারণা অর্জন করতে পারবেন।
এই সেশনে আপনি যা শিখতে পারবেন:
✅ প্রোডাক্ট কস্টিং নির্ধারণের সঠিক পদ্ধতি
✅ কার্যকরী প্রাইসিং কৌশল ও তাদের বাস্তব প্রয়োগ
✅ প্রাইসিং সম্পর্কিত সাধারণ ভুল এবং সেগুলোর প্রতিকার
✅ প্রোডাক্ট কস্টিং এবং প্রাইসিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও কৌশল
✅ প্রতিযোগিতামূলক বাজারে লাভজনক প্রাইসিংয়ের ভারসাম্য রক্ষা
ওয়ান টু ওয়ান সেশনে অংশগ্রহণে আগ্রহীরা নিচে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে নিবন্ধন নিশ্চিত করুন।
📅 তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার ⏰ সময়: বিকেল ৩ ঘটিকায় 📍 স্থান: CWCCI কার্যালয়
আবেদনের শেষ সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০ (সর্বোচ্চ ২০ জনকে সুযোগ দেওয়া হবে)
“Partnership Proposal between Mount Elizabeth Hospital Pte. Ltd. and Chittagong Women Chamber of Commerce & Industry” শীর্ষক একটি মতবিনিময় সভা
আজ, ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ, বিকাল ৪:০০ ঘটিকায়, Mount Elizabeth Hospital Pte. Ltd. এর বাংলাদেশ অফিস এবং Chittagong Women Chamber of Commerce & Industry (CWCCI) এর মধ্যে “Partnership Proposal between Mount Elizabeth Hospital Pte. Ltd. and Chittagong Women Chamber of Commerce & Industry” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় CWCCI এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজী, পরিচালক নূর আক্তার জাহান, নূজহাত নূয়েরী কৃষ্টি, চৌধুরি জুবাইরা সাকী জিপসী এবং CWCCI এর CEO জি. এ. রায়হান উপস্থিত ছিলেন। Mount Elizabeth Hospital Pte. Ltd. এর বাংলাদেশ অফিসের পক্ষে পরিচালক জাহিদ হাসান খান এবং মার্কেটিং এক্সিকিউটিভ জেবা জামান অংশগ্রহণ করেন। এই সভায় মহিলাদের শারীরিক ও মানসিক সুস্থতার অগ্রাধিকার দেয়ার জন্য বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা হয়, যার মধ্যে ইন্টারেক্টিভ সেমিনার, কর্মশালা এবং স্বাস্থ্য বিষয়ক ওয়েবিনার আয়োজনের বিষয় অন্তর্ভুক্ত ছিল।
One 2 One Advisory Support Service on Microfinance for CMSMEs
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( CWCCI ) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh – এর আওতায় One 2 One Advisory Support Service on Microfinance for CMSMEs শীর্ষক পরামর্শ সেবা প্রদান অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার বিকেল ৩.০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আগত নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার। এসময় উপস্থিত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রাপ্তির প্রক্রিয়া, ক্ষুদ্র ঋণ প্রাপ্তির প্রয়োজনীয় দলিলাদি, ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে ধারণা ও ঋণের সঠিক ব্যবহার সম্পর্কিত One 2 One পরামর্শ সেবা গ্রহন করেন।