Strengthening Business Development Support Service through ProGRESS Project: Coordination Meeting with Key Stakeholders শীর্ষক সভা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Strengthening Business Development Support Service through ProGRESS Project: Coordination Meeting with Key Stakeholders শীর্ষক সভা CWCCI এর কনসালটেন্ট জনাব ফেরদৌস আহমেদ এর পরিচালনায় আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৩:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project, Advisory Committee এর চেয়ারপার্সন ডা: মুনাল মাহবুব, CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ, CWCCI এর পরিচালক ও CWCCI-ILO ProGRESS Project সদস্য নুজহাত নূয়েরি কৃষ্টি, পরিচালক সারিস্ত বিন্তে নূর ও বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রদানকারী বিভিন্ন স্টেকহোল্ডাররা উপিস্থিত ছিলেন। CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project এর কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ তার স্বাগত বক্তব্যে বলেন নারীদের সক্ষমতা বৃদ্ধিতে স্টেকহোল্ডাদের সহায়তা প্রয়োজন। তা না হলে কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতা সম্ভব নয়। তিনি আরো বলেন আমাদের আজকের এই আয়োজন কিভাবে আমরা বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিস আরো বেশি কার্যকর, মানসম্মত ও অধিক পরিমানে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করা যায়। CWCCI এর কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন CWCCI এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। বিজনেস ডেভেলপম্যান্ট সাপোর্ট সার্ভিসের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন কনসালটেন্ট জনাব ফেরদৌস আহমেদ। আগত স্টেকহোল্ডাররা তাদের নেওয়া ওয়ান টু ওয়ান সেশনের অভিজ্ঞতা এবং এটি আরো কিভাবে উন্নত করা যায় তা নিয়ে মত প্রকাশ করেন। সভায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক (উপসচিব) নাসিম ফারহানা শিরীন তার বক্তব্যে বলেন ProGRESS Project যে চারটি সেক্টর নিয়ে কাজ করছে তার মধ্যে চট্টগ্রামে কেয়ার গিভিং সেক্টরের সম্ভাবনা অনেক বেশি। যেহেতু চট্টগ্রামের তিনটি পার্বত্য জেলায় বিভিন্ন ধরনের ফল ভালো উৎপন্ন হয়, তাই এগ্রো সেক্টরেরও খুব বেশি সম্ভাবনা আছে, এক্ষেত্রে কৃষি বিপনন অধিদপ্তর সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর অতিরিক্ত কমিশনার নুসরাত জাহান তার বক্তব্যে বলেন নারী উদ্যোক্তারা পরিবার থেকে ব্যবসায়ের ক্ষেত্রে সবসময় পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ তুলনামূলক কঠিন। আর আমাদের সকলের উচিত নারীদের এই ব্যাপারগুলোকে নিজের মধ্যে ধারণ করা, এবং নিজ নিজ জায়গা থেকে সাধ্যমত সহযোগীতার হাত বাড়ানো। তবেই নারীরা এগিয়ে যাবে, একই সাথে দেশ এগিয়ে যাবে। CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project, Advisory Committee এর চেয়ারপার্সন ডা: মুনাল মাহবুব তার সমাপনী বক্তব্যে বলেন, উদ্যোক্তাদের কোন ধরনের সহায়তা দরকার তা নিয়ে আমাদের একটি সার্ভে করা প্রয়োজন এবং তাদের যদি একটি পোর্ট ফোলিও থাকে তাহলে ওয়ান টু ওয়ান সেশন গুলো আরো ভালো হবে। তিনি আরো বলেন আপনারা যদি আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আগত নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সকল কাজে সহায়তা প্রদান করেন তাহলে নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরো সুগম হবে।