One 2 One Advisory Support Service প্রদানকালে সেশন পরিদর্শন
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh – এর আওতায় One 2 One Advisory Support Service on Product Costing and Pricing শীর্ষক পরামর্শ সেবা প্রদানকালে সেশন পরিদর্শন করেন CWCCI এর প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project এর উপদেষ্টা আবিদা সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project ব্যবস্থাপনা কমিটির কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ, CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও CWCCI-ILO ProGRESS Project ব্যবস্থাপনা কমিটির সদস্য নিশাত ইমরান, CWCCI এর পরিচালক রোকসানা আক্তার চৌধুরী ও চৌধুরী জুবাইরা সাকী জিপসী। উক্ত পরামর্শ সেবা প্রদান করেন CWCCI এর পরিচালক ও CWCCI-ILO ProGRESS Project ব্যবস্থাপনা কমিটির সদস্য নূজহাত নূয়েরি কৃষ্টি।