Gender and Entrepreneurship Together (Get Ahead) Training Program (26-31th October 2024)
ProGRESS Project, ILO Bangladesh ও Chittagong Women Chamber of Commerce and Industry (CWCCI) এর উদ্যোগে ৬ দিন ব্যাপী Gender and Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ILO ProGRESS Project এর Chief Technical Advisor- Mr. Pedro Jr. Bellen. তিনি প্রশিক্ষণার্থীদের ব্যবসায়িক মডেল উপস্থাপনা দেখে মুগ্ধ হয়ে বলেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত ব্যবসা পরিকল্পনা নতুন উদ্যোক্তাদেরকে উৎসাহিত করবে। ILO উদ্যোক্তাদের ক্ষমতায়নকে এগিয়ে নিয়ে সফল হতে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ILO ProGRESS Project এর National Program Officer & Head of Chattogram, Mr. Alexius Chicham, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, FBCCI এর সাবেক পরিচালক ও ProGRESS Project, ILO Bangladesh-CWCCI এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারপার্সন ডাঃ মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, ভাইস প্রেসিডেন্ট শামিম মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, পরিচালক নুজহাত নূয়েরী কৃষ্টি, প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান এবং কোর্সের প্রশিক্ষক SME Foundation এর উপব্যবস্থাপক সালমা সুলতানা, প্রশিক্ষক ও CWCCI এর সদস্য সুবর্ণা দে।