Coordination Meeting with internal Sub-committee of CWCCI
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Preparation of Policy Agenda for Strategy Plan of CWCCI এর আওতায় Coordination Meeting with internal Sub-committee কনসালটেন্ট জনাব ফেরদৌস আহমেদ এর পরিচালনায় আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৩:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নুরজাহান রোজী, পরিচালক জেসমিন আক্তার, রোকসানা আক্তার চৌধুরি (রুহি মোস্তাফা), কাজি তুহিনা আক্তার, নূজহাত নূয়েরি কৃষ্টি, নাসরিন সুলতানা চৌধুরি এবং চৌধুরি জুবাইরা সাকী জিপসী। এছাড়াও প্রাক্তন পরিচালক ও সদস্য আক্তার বানু ফেন্সী, নাসরিন সরোয়ার মেঘলা, রেবেকা নাসরিন, সাবিনা কাইয়ুম, সৈয়দা জিন্নাত আরা নিপুন, সাহিদা কামাল, সদস্য সারা তানভি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।