চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর পরিচালনা পরিষদের সভা আজ ১০ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় CWCCI এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নূরজাহান রোজী, শামীম মোর্শেদ, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী(রুহি মোস্তফা), জেসমিন আক্তার, অয়েশা ফারহা চৌধুরী, নাসরিন সুলতানা চৌধুরী, নূজহাত নূয়েরী কৃষ্টি ও চৌধুরী জুবাইরা সাকী জিপসী।