Skip to main content
search
Events

“যুগোপযোগী প্রযুক্তির উদ্ভাবন করি, আধুনিক বাংলাদেশ গড়ি” শীর্ষক অংশীজন কর্মশালা

By April 10, 2025No Comments

BCSIR

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চট্টগ্রাম গবেষণাগার-এর উদ্যোগে “যুগোপযোগী প্রযুক্তির উদ্ভাবন করি, আধুনিক বাংলাদেশ গড়ি” শীর্ষক অংশীজন কর্মশালা আজ ১০ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকায়, বিসিএসআইআর, চট্টগ্রাম গবেষণাগার, বালুছড়ায় অনুষ্ঠিত হয়। বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার এর পরিচালক (অতিঃ দায়িত্ব) ড. বরুণ কান্তি সাহা এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সামিনা আহমেদ, চেয়ারম্যান, বিসিএসআইআর। উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (প্রশাসন), বিসিএসআইআর। কর্মশালায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর পক্ষে উপস্থিত ছিলেন CWCCI এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি ও CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।

Leave a Reply

Close Menu