চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পাবলিক রিলেশন কমিটির সভা
পাবলিক রিলেশন কমিটি গঠন, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর কার্যালয়ে আজ ২৮ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ০৫:৩০ ঘটিকায় এক সভা আনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও পাবলিক রিলেশন কমিটির ডাইরেক্টর ইন-চার্জ সুলতানা নুরজাহান রোজী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন CWCCI এর পরিচালক নূর আক্তার জাহান। সভায় পাবলিক রিলেশন কমিটির ভবিষ্যত কর্মকান্ড প্রণয়ন নিয়ে আলোচনা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা, CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, CWCCI এর পরিচালক ও পাবলিক রিলেশন কমিটির সদস্য নাসরিন সুলতানা চৌধুরী ও চৌধুরী জুবাইরা সাকী জিপসী, CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পাবলিক রিলেশন কমিটির কো-চেয়ারপার্সন আইভি হাসান, CWCCI এর প্রাক্তন পরিচালক ও পাবলিক রিলেশন কমিটির সদস্য নাসরিন সরোয়ার মেঘলা, CWCCI এর প্রাক্তন পরিচালক ও পাবলিক রিলেশন কমিটির চেয়ারপার্সন ফেরদৌস ইয়াছমিন খানম, CWCCI এর সদস্য সিতারা রহমান, CWCCI ও পাবলিক রিলেশন কমিটির সদস্য সেলিনা আক্তার ও শিরীন আক্তার শিল্পী, CWCCI এর সদস্য রোকেয়া নাসরিন, CWCCI ও পাবলিক রিলেশন কমিটির সদস্য খন্দকার ইসমত আরা বেগম, ফারহানা হক, সৈয়দা কামরুন নাহার, সায়মা সুলতানা ও উম্মে ফাতেমা শেলী, CWCCI এর সদস্য ও পাবলিক রিলেশন কমিটির কো-চেয়ারপার্সন ফাতেমা বেগম, CWCCI ও পাবলিক রিলেশন কমিটির সদস্য তানিয়া আক্তার, নুর নাহার বেগম ও CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।