Skip to main content
search

News_33News_3News_31News_32

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ও SME Foundation এর সহযোগিতায় ইতিপূর্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের সদন বিতরণী অনুষ্ঠান গতকাল ২৮ এপ্রিল ২০২৫ তারিখে CWCCI এর সেমিনার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব ও লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নূরজাহান রোজী ও শামীম মোর্শেদ, পরিচালক সাভিনা ইকরাম সিরাজি, নূর আক্তার জাহান, নাসরিন সুলতানা চৌধুরী, নূজহাত নূয়েরী কৃষ্টি, সৈয়দা কামরুন নাহার, সারিস্ত বিনতে নুর ও চৌধুরী জুবাইরা সাকী জিপসী, CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান ও প্রাক্তন পরিচালক শারমিন হোসাইন, নাসরিন সরোয়ার মেঘলা, জাহেদা আক্তার মিতা, ফেরদৌস ইয়াছমিন খানম ও শামিলা রিমা এবং CWCCI এর সদস্যবৃন্দসহ প্রশিক্ষেনে অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।

Leave a Reply

Close Menu