Skip to main content
search

ঈদ উপহার 5ঈদ উপহার 1ঈদ উপহার 3ঈদ উপহার 4

 

ঈদ উপহার 2

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে তিন জন সুবিধা বঞ্চিত নারী উদ্যোক্তাকে ঈদ উপহার প্রদান করা হয়। আজ ২৮ মার্চ দুপুর ২ ঘটিকায় CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা উপহার সামগ্রী নারী উদ্যোক্তা এডভোকেট নুরুন নাহারকে ২টি সেলাই মেশিন এবং মিছবাহুন্নিছা ও নুর নাহার বেগম এর হাতে নগদ অনুদান তুলে দেন। এসময় CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা বলেন এবার আমরা সীমিত পরিসরে ঈদ উপহারের আয়োজন করেছি। ভবিষ্যতে আমরা আরো বৃহৎ পরিসরে সুবিধা বঞ্চিত উদ্যোক্তাদের কে ঈদ উপহার প্রদানে উদ্যোগ নিব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান রোজী, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), জেসমিন আক্তার, নূর আক্তার জাহান ও নূজহাত নূয়েরী কৃষ্টি, প্রাক্তন পরিচালক আক্তার বানু ফেন্সী ও সদস্য আনোয়ারা শাহারিয়ার রিনু।

Leave a Reply

Close Menu