নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি
চট্টগ্রামের নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পথ দেখিয়ে চলেছেন ড. মনোয়ারা হাকিম আলী। উইম্যান কো-অপারেটিভ সোসাইটি লি. এর চেয়ারম্যান, বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রামের সভানেত্রী, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রাক্তন প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫/বি-৪ বাংলাদেশ এর প্রাক্তন গভর্নর, মিসেস কামরুন মালেক চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, মনোয়ারা হাকিম আলী তার চিত্ত, বিত্ত, মেধা-মনন দিয়ে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে এমনভাবে গড়ে তুলেছেন যার মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হতে চাইলে তাকে সব ধরনের সহযোগিতা গ্রহণ করতে পারে। নারী উদ্যোক্তা উন্নয়নে তার একনিষ্ঠ কর্মকাণ্ড ও ত্যাগ বাংলাদেশের নারী উদ্যোক্তারা সারাজীবন কৃতজ্ঞতাভরে স্মরণ করবে। তিনি মনোয়রা হাকিম আলীর সুস্থতার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক তার বক্তব্যে বলেন, বিশ্ব নারী দিবস হলো নারীদের অস্তিত্বের প্রতীক। দীর্ঘদিনের সংগ্রাম ও ইতিহাস এ দিনের সাথে জুড়ে আছে। এবারের নারী দিবসের যে প্রতিপাদ্য, Invest in Women: Accelerate Progress, এর মাধ্যমে নারীদের উন্নয়নে কাজ করার জন্য গুরুত্বারোপ প্রদান করা হয়েছে। নারীদের অগ্রগতির জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যানকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ইতিহাসের পাতায় দেখলেই আমরা বুঝতে পারি তাদের নানান অবদান। এই নারী দিবসে আমি সেই সকল মহিয়সী নারীদের স্মরণ করছি যারা নারী জাগরণের অগ্রদূত হিসেবে কাজ করে গেছেন। তিনি আরও বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেয়। তারা এখন স্বাবলম্বী হতে চায় আর আর্থিক স্বাধীনতা অর্জন করতে চায়। এ লক্ষ্যে, আমাদের চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নারীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যার মাধ্যমে নারীরা আর্থিকভাবে ক্ষমতা অর্জন করতে পারে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির চেয়ারপারসন ও সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান বলেন, নারী দিবস শুধু একদিন নয়। একদিন হলে আমাদের নারীদেরকে অসম্মান করা হয় বলে আমি মনে করি। তাই আমাদের সারা বছরজুড়ে নারী দিবস পালন করতে হবে তাদেরকে সম্মান প্রকাশ করতে। নারীকে ঘর থেকেই সম্মান শুরু করতে হবে। তাহলেই সমাজ, দেশ, জাতির কাছ থেকে সে সম্মান পাবে। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি বেলুন উড়িয়ে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যা লির উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বে, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ সমবেতভাবে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে ‘বাংলার মহিয়সী নারী’ শিরোনামে চরিত্র চিত্রণ করা হয় যা আগত অতিথিদের সম্মুখে উপস্থাপন করেন সিডব্লিউসিসিআই এর সদস্য নারী উদ্যোক্তারা। এছাড়া, বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টার ও ডিবেটার্স অব চিটাগাং ইউনিভার্সিটি এর যৌথ উদ্যোগে জাতীয় ও আঞ্চলিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত ’সমতায় নারী, ক্ষমতায় নারী’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কাপ, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সিডব্লিউসিসিআই এর পরিচালক রুহি মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূজহাত নূয়েরী কৃষ্টি, আইভি হাসান ও শেখ সাদিয়া সিদ্দিকা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, শামীম মোরশেদ ও লুৎমিলা ফরিদ এবং পরিচালকমণ্ডলীর সদস্য সহ সিডব্লিউসিসিআই এর সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Wow, wonderful weblog structure! How long have you been blogging for?
you make running a blog glance easy. The total glance of your web site is magnificent, let alone the content!
You can see similar here sklep online