26Feb, 2025
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় সিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ এর সভাপতিত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা তার বক্তব্যে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠ রাখার ক্ষেত্রে গাড়ি চালকদের ও সাধারণ জনগনের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া মার্কেট ও শপিংমলে নারীদের নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেন। সভায় অন্যান্যদের মধ্যে CWCCI এর পরিচালক বেবী হাসান এবং সদস্য সিতারা রহমানও উপস্থিত ছিলেন।