1Jan, 2025
Chittagong Women Chamber of Commerce & Industry (CWCCI) এর উদ্যোগে এবং ProGRESS Project, ILO Bangladesh এর সহায়তায় ৫ দিন ব্যাপী Gender And Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক আবাসিক প্রশিক্ষণ কোর্স ১-৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ CWCCI সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষন কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন গেট অ্যাহেড ট্রেইনার ফেরদৌস আহমেদ এবং জেন্ডার এ্যান্ড নলেজ ম্যানেজম্যান্ট এক্সপার্ট ও বাংলাদেশ উইম্যানস কালেকটিভ নেটওয়ার্ক এর প্রতিষ্ঠাতা সদস্য দুনিয়া খন্দকার। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।