2Jan, 2025
ILO Bangladesh এর উদ্যোগে গত ১২ জুন ২০২৪ সকাল ১০:০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স এর Consultation on Effective economic reintegration of return migrant workers in the Chattogram Region শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক র্কমসংস্থান মন্ত্রণালয় এর উপসচিব এ এস এম ফজলুর রহমান, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মাহফুজুল হক শাহ, ট্রেড ইউনিয়ন লিডার এএম নাজিম উদ্দিন, উপস্থিত ছিলেন। CWCCI এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, পরিচালক বেবি হাসান, নুজহাত নূয়েরি কৃষ্টি, সদস্য রেহনুমা মরিয়ম তুলি।