চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর ডমিস্টিক এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির সভা CWCCI এর বোর্ডরুমে অদ্য ০৮ মে ২০২৫ তারিখে বিকেল ৩.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সভায় CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও ডমিস্টিক এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির ডাইরেক্টর ইন-চার্জ নিশাত ইমরান ও CWCCI এর প্রাক্তন পরিচালক ও সদস্য, ডমিস্টিক এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির চেয়ারপার্সন সৈয়দা জিনাত আরা নিপুন এর উপস্থিতিতে কমিটির সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও কমিটির ভবিষ্যৎ কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন CWCCI এর সদস্য লুৎফুন্নেছা হালিম। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর সদস্য ও কমিটির কো-চেয়ারপার্সন রওশন জাহান ও খন্দকার ইসমত আরা। CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও কমিটির সদস্য শামীম মোর্শেদ, CWCCI পরিচালক ও কমিটির সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী এবং CWCCI ও কমিটির সদস্য রোকেয়া বেগম, রাজিয়া সুলতানা তানিয়া, সৈয়দা আরজুমান আরা সুলতানা, ফারহানা হক ও CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।