Skip to main content
search

rural4rural3

rural1rural2

 

রুরাল এন্ট্রারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট কমিটি গঠন, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর কার্যালয়ে আজ ২৭ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ০৩:৩০ ঘটিকায় এক সভা আনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন CWCCI এর পরিচালক ও রুরাল এন্ট্রারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট কমিটির ডাইরেক্টর ইন-চার্জ রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা)। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন CWCCI এর সদস্য মিছবাহুন্নিছা। সভায় রুরাল এন্ট্রারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট কমিটির ভবিষ্যত কর্মকান্ড প্রণয়ন নিয়ে আলোচনা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা, CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও রুরাল এন্ট্রারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট কমিটির সদস্য সুলতানা নূরজাহান রোজী, CWCCI এর পরিচালক ও রুরাল এন্ট্রারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট কমিটির সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও রাহানুমা মরিয়ম তুলি, CWCCI এর প্রাক্তন পরিচালক ও রুরাল এন্ট্রারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারপার্সন আক্তার বানু ফেন্সি, CWCCI এর প্রাক্তন পরিচালক ও রুরাল এন্ট্রারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট কমিটির কো-চেয়ারপার্সন সাবিনা কাইয়ুম, CWCCI এর প্রাক্তন পরিচালক ও রুরাল এন্ট্রারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট কমিটির সদস্য নাসরিন সরোয়ার মেঘলা, CWCCI এর সদস্য ও রুরাল এন্ট্রারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট কমিটির কো-চেয়ারপার্সন সিতারা রহমান সেতু, CWCCI ও রুরাল এন্ট্রারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট কমিটির সদস্য খন্দকার ইসমত আরা, রোকেয়া বেগম, শিরিন আক্তার শিল্পী, উম্মে ফাতেমা শেলী, তানিয়া আক্তার, ফারহানা হক ও CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।

Leave a Reply

Close Menu