Skip to main content
search

CWCCI & WCCI Meet2CWCCI & WCCI Meet1CWCCI & WCCI Meet3

 

 

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর প্রেসিডেন্ট এর সহিত উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, লাহোর, পাকিস্তান-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট Dr. Shehla Javed Akram ৩০ এপ্রিল ২০২৫ তারিখে বিকাল ০৪:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিন হন। CWCCI-এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চিটাগাং উইম্যান চেম্বার চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, পরামর্শসেবা, নারী উদ্যোক্তাদের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন, দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিং-এর সুযোগ তৈরি করে আসছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই সাক্ষাৎ দুই দেশের নারী উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক বিনিময়ের নতুন দ্বার উন্মোচন করবে।” ভবিষ্যতের SME এক্সপোতে লাহোর উইম্যান চেম্বারেরকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। Dr. Shehla Javed Akram তার বক্তব্যে বলেন, “নারীরা কাজ করলেও তাদের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। ব্যবসায়িক ক্ষেত্রে নারীদের প্রবেশের সুযোগ সীমিত হওয়ায় নারীদের ব্যবসায়িক উন্নয়নের জন্য পরিবেশবান্ধব ও টেকসই ব্যবসায়িক অনুশীলন প্রচার, আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশের সুযোগ এবং স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাকিস্থানের Women Chamber of Commerce & Industry. এরই প্রেক্ষাপটে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং ব্যবসায়িক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।” CWCCI এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি CWCCI এর কার্যক্রম সম্পর্কে বলেন এবং তিনি ভবিষ্যতে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান ও শামীম মোর্শেদ, পরিচালক বেবী হাসান, নাসরিন সুলতানা চৌধুরী, চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও রাহানুমা মরিয়ম তুলি।

Leave a Reply

Close Menu