Skip to main content
search

6125473

Shutkiz আয়োজিত “Seafood Chefs Challenge 2025” এর গ্র্যান্ড ফিনালে ২৪ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকায় চট্টগ্রামের ফয়’স লেকে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা প্রধান অতিথির বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠান Shutkiz কে ধন্যবাদ জানিয়ে বলেন নতুন বছরে এই প্রতিযোগিতা প্রতিযোগীদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে এবং তাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি আরও বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহন, প্রতিযোগীদের সাহসিকতা ও আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম উইং-এর ম্যানেজার গোলাম মোর্শেদ এবং বারকোড ক্যাফের চেয়ারম্যান মনজুরুল হক।আয়োজিত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রতিভাবান রন্ধনশিল্পীরা সেরা স্বাদ ও সৃজনশীলতার সমন্বয়ে উপস্থাপন করেন তাদের অনন্য সব সি-ফুড রেসিপি। বিচারক ও অতিথিদের সামনে ১০ জন চূড়ান্ত প্রতিযোগী লাইভ রান্নার মাধ্যমে তুলে ধরেন তাঁদের শৈল্পিকতা ও রন্ধনদক্ষতার উৎকর্ষ। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে বাছাই করা হয় চূড়ান্ত বিজয়ীদের। বিচারকদের রায়ে চট্টগ্রামের আবদুল্লাহ ফাহিম চ্যাম্পিয়ন নির্বাচিত হন এবং তার হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন আয়োজক প্রতিষ্ঠান Shutkiz। প্রথম রানার আপ নির্বাচিত হন নুসরাত জাহান মুনিয়া, এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ঢাকার প্রতিযোগী নার্গিস শামীমা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খ্যাতিমান রন্ধন ব্যক্তিত্ব CWCCI এর পরিচালক সাভিনা ইকরাম সিরাজী এনি, CWCCI এর সদস্য রওশন আরা বেগম ও জোবাইদা আশরাফ, ইরফান হোসেন, শাহীন আফরোজ, হাসিনা আনসার এবং রুবিনা রুবি।

আয়োজনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, তৌহিদুল ইসলাম, CWCCI এর সদস্য সায়মা সুলতানা এবং CWCCI এর পরিচালক নূর আকতার জাহান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান ও শামীম মোর্শেদ এবং CWCCI এর পরিচালক চৌধুরী জুবাইরা সাকী জিপসী। এই আয়োজনের মাধ্যমে দেশীয় সি-ফুড শিল্পে নতুন মাত্রা যোগের পাশাপাশি উদীয়মান রন্ধনশিল্পীদের জন্য তৈরি হলো এক অসাধারণ প্ল্যাটফর্ম।

Leave a Reply

Close Menu