Skip to main content
search

Publication Committee1

Publication Committee2

পাবলিকেশন কমিটি গঠন, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর কার্যালয়ে আজ ২৩ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ০৩:৩০ ঘটিকায় এক সভা আনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন CWCCI এর সদস্য ও পাবলিকেশন কমিটির চেয়ারপার্সন সারা তানভী । সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন CWCCI এর সদস্য ফারহানা হক । সভায় পাবলিকেশন কমিটির ভবিষ্যত কর্মকান্ড প্রণয়ন নিয়ে আলোচনা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা, CWCCI এর ভাইস প্রেসিডেন্ট ও পাবলিকেশন কমিটির সদস্য নিশাত ইমরান, CWCCI ও পাবলিকেশন কমিটির সদস্য উম্মে ফাতেমা শেলী  ও CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।

Leave a Reply

Close Menu