Skip to main content
search
Events

CWCCI এর সাথে বাংলাদেশস্থ ফিলিপাইন রাষ্ট্রদূত H. E. Nina Padilla Cainglet এর বিজনেস মিটিং

By February 20, 2025No Comments

Philipines12Philipines1 Philipines4Philipines2 Philipines15Philipines14Philipines3 Philipines5 Philipines6 Philipines7 Philipines8 Philipines9 Philipines10 Philipines11 Philipines13

 

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৩ ঘটিকায় CWCCI এর সেমিনার হলে “Business Meeting With H. E. Nina Padilla Cainglet, Hon’ble Ambassador of Philippines in Bangladesh” অনুষ্ঠিত হয়। CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ ফিলিপাইন রাষ্ট্রদূত H. E. Nina Padilla Cainglet CWCCI প্রেসিডেন্ট আবিদা সুলতানা তার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের বিশেষ অতিথি Consul General of Philippines in Chittagong Mohammad Abdul Awwal কে এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। তিনি ফিলিপাইন এর সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন বাংলাদেশ এবং ফিলিপাইন একসাথে কাজ করলে নারী উদ্যোক্তারা তাদের সকল বাধা বিপত্তি অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। H. E. Nina Padilla Cainglet তার বক্তব্যে নারীদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন। তিনি তার ব্যক্তি জীবনে ৪ বোনের মাঝে বেড়ে ওঠার গল্প বলেন এবং সেখান থেকে নারীদের জীবনে লড়াই করে এগিয়ে যাওয়ার অনুভূতি প্রকাশ করেন। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর কার্যাক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন CWCCI এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়াও ফিলিপাইন এর Philippines Board of Investments নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন Vice Consul of Philippines Ms. Lynn R. Gutierrez| অনুষ্ঠানের শুরুতে ”মেইড ইন চিটাগাং” শীর্ষক পণ্য প্রদর্শনীতে নারী উদোক্তারা তাদের হাতের তৈরি উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করেন। পণ্য প্রদর্শনীতে চাকমা সমপ্রদায়ের পিনন হাদি বুনন শিল্পও প্রদর্শিত হয়। পণ্য পরিদর্শন শেষে রাষ্ট্রদূত H. E. Nina Padilla Cainglet আগত নারী উদ্যোক্তাদের উদ্যোগের প্রশংসা করেন। এছাড়াও তিনি CWCCI এর সদস্য হামিদা আক্তারের ইউরিয়া মুক্ত লাল মুড়ি পাফিনা’র উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন CWCCI এর প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদা আবিদ আওয়াল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক গুলশানা আলী। অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন Consul General of Philippines in Chittagong Mohammad Abdul Awwal, Administrative officer Mr. Arthur L. Blas এবং CWCCI এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজি, পরিচালক কাজী তুহিনা আক্তার, রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), সাভিনা ইকরাম সিরাজী, নাসরিন সুলতানা চৌধুরী, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, রেহনুমা মরিয়ম তুলি, প্রাক্তন পরিচালক নাসরিন সারোয়ার মেঘলা, শামীলা রিমা, আক্তার বানু ফেন্সি, সৈয়দা জিন্নাত আরা নিপুন ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Close Menu