Skip to main content
search
Training

নারী উদ্যোক্তাদের জন্য Gender and Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক আবাসিক প্রশিক্ষণের সুযোগ

By February 18, 2025March 12th, 2025No Comments

GET Ahead 44Reg11

নারী পুরুষের বৈষম্য দূর করে কিভাবে সুন্দর পরিবেশ তৈরীর মাধ্যমে নিজেদের ব্যবসা পরিচালনা ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ সৃষ্টি করা যায় Gender and Entrepreneurship Together (Get Ahead Training) এর মাধ্যমে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ৫ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী নারী উদ্যোক্তারা নিচের গুগল ফর্মটি পূরন করে প্রাথমিক নিবন্ধন করুন। মোট ২৫ জন নির্বাচিত উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ এর সুযোগ পাবেন।

অংশগ্রহণকারীদের ৫ দিন ব্যাপী থাকা-খাওয়া ও যাতায়ত ভাতা প্রদান করা হবে।

 নিবন্ধনের শেষ তারিখ ৩১ মার্চ, ২০২৫

Leave a Reply

Close Menu