Skip to main content
search
Events

“One 2 One Advisory Support Service on Marketing and Branding” শীর্ষক সেশন

By February 18, 2025No Comments

Marketing and BrandingReg11

প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসায় টিকে থাকতে হলে Marketing and Branding এর সঠিক প্রয়োগ অপরিহার্য।উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রচারনা ও ব্র্যান্ডের পরিচিতি তৈরির লক্ষে আয়োজন করা হয়েছে।

এই সেশনে আপনি জানতে পারবেন:

মার্কেটিং স্ট্রাটেজি: সঠিক লক্ষ্য নির্ধারণ এবং কার্যকর মার্কেটিং পরিকল্পনা তৈরি
ব্র্যান্ডিংয়ের গুরুত্ব: কীভাবে একটি শক্তিশালী ব্র্যান্ড আপনার ব্যবসাকে আলাদা করে তুলে
ব্র্যান্ড ভ্যালু তৈরির পদ্ধতি: আপনি কীভাবে আপনার ব্র্যান্ডের পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারেন                কাস্টমার এনগেজমেন্ট: গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং ধরে রাখা

📅 তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫                  ⏰সময়: বিকেল ৩ ঘটিকায়                      📍স্থান: CWCCI কার্যালয়

ওয়ান টু ওয়ান সেশনে অংশগ্রহণে আগ্রহীরা নিচে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে নিবন্ধন নিশ্চিত করুন।
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০ (সর্বোচ্চ ২০ জনকে সুযোগ দেওয়া হবে)

Leave a Reply

Close Menu