5Jan, 2025
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( CWCCI ) এর উদ্যোগে ProGREES Project, ILO Bangladesh -এর আওতায় One 2 One Advisory Support Service For VAT Payment Procedure শীর্ষক পরামর্শ সেবা প্রদান অনুষ্ঠান ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বিকেল ৪.০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে আগত নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন আয়কর বিশেষজ্ঞ মোহাম্মদ তাজুল ইসলাম। এসময় উপস্থিত নারী উদ্যোক্তাগণ VAT প্রদানে বিভিন্ন জটিলতা সংক্রান্ত One 2 One পরামর্শ সেবা গ্রহন করেন।