31Dec, 2024
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে Preparation for Strategy Plan through ProGRESS Project এর আওতায় Membership and collaboration সভা টিম লিডার CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ এর নেতৃত্বে গতকাল ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক রেখা আলম চৌধুরী, নুর আক্তার জাহান, আমেনা শাহিন, রেহনুমা মরিয়ম তুলি, নাসরিন সুলতানা চৌধুরী, প্রাক্তন পরিচালক শামিলা রিমা, সাহিদা কামাল, সদস্য ফরিদা জামান মিনু, আনোয়ারা শাহরিয়া রিনু, শিরিন আক্তার শিল্পী, প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।