4Jan, 2025
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ও SME Foundation এর সহযোগিতায় ” ফুড প্রডাকশন এন্ড বেকিং, নিউ বিজনেস ক্রিয়েশন ফর এসএমই, রোডম্যাপ অফ এফ কমার্স টু ই কমার্স শীর্ষক প্রশিক্ষণ এর সনদ বিতরণী অনুষ্ঠান CWCCI এর কার্যালয়ে ২ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সনদ প্রদান করেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা। এ সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ , ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূর জাহান, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী, রেখা আলম, কাজী তুহিনা আকতার, নূজহাত নূয়েরী কৃষ্টি, চৌধুরী জুবাইরা সাকী ও সুবর্ণা দে।