Skip to main content
search
News

উই বাজারের উদ্যোগে ‘ভালোবাসায় বসন্ত উৎসব ১৪৩০’ এর শুভ উদ্বোধন

By February 14, 202413 Comments

উই বাজারের উদ্যোগে বিশ্ব ভালোবাসা দিবস ও ঋতুরাজ বসন্তের আগমনে ‘ভালোবাসায় বসন্ত উৎসব ১৪৩০’ এর উদ্বোধনী অনুষ্ঠান ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ৫ ঘটিকায় চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ আবদুল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক মহিলা সংসদ সদস্য সাবিহা নাহার বেগম। প্রধান অতিথি উপস্থিত অতিথিদের নিয়ে সম্মলিতভাবে ফিতা কেটে মেলার শুভ সূচনা করেন। এ সময় তিনি বলেন, বসন্ত বাঙালী প্রাণের উৎসব। এ উৎসবে বাঙালীরা নানান সাজে আনন্দে মেতে উঠে। পাশাপাশি বিশ্ব  ভালোবাসা দিবসে সবার মাঝে ভালোবাসা ভাগাভাগি করে নেয়। আমি উই বাজারকে ধন্যবাদ জানায় এমন আয়োজনের উদ্যোগ গ্রহণ করার জন্য। পাশাপাশি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাই ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য নানান প্ল্যাটফর্ম তৈরি করে সামনে এগিয়ে যেতে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করার জন্য।  পাশাপাশি সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা নারী উদ্যোক্তাদের উন্নয়নে আয়োজিত এ মেলায় সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, সীমা খাতুন, ভাইস প্রেসিডেন্ট ও সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারপারসন লুৎমিলা ফরিদ, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান পরিচালক রোকসানা আক্তার চৌধুরী, পরিচালক শাহেলা আবেদীন, বেবি হাসান, প্রাক্তন পরিচালক ও সদস্য আক্তার বানু ফেন্সি, শামিলা রিমা, প্রতিষ্ঠাতা সদস্য ও উই বাজারের চেয়ারপারসন চৌধুরী জুবাইরা সাকি, সদস্য শিরীণ আক্তার শিল্পী, উম্মে ফাতেমা শেলী, সিতারা রহমান প্রমুখ। মেলা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

13 Comments

Leave a Reply to sklep Cancel Reply

Close Menu