আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর কার্যালয়ে আজ ৬ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন CWCCI এর প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর উপদেষ্টা আবিদা সুলতানা। সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh, Management Committee এর চেয়ারপার্সন ডা. মুনাল মাহবুব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর কো-চেয়ারপার্সন লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর উপদেষ্টা নিশাত ইমরান, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।