চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন এর সাথে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এর নব-নির্বাচিত নেতৃবৃন্দ। ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রতিষ্ঠতা মনোয়ারা হাকিম আলী এর নেতৃত্বে নব-নির্বাচিত প্রেসিডেন্ট আবিদা সুলতানা, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক রোকসানা আক্তার চৌধুরি রুহি মোস্তফা, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক আয়শা ফারহা চৌধুরী, পরিচালক কাজী তুহিনা আক্তার, নাসরিন সুলতানা চৌধুরী, নুর আক্তার জাহান, বেবি হাসান, সৈয়দা কামরুন নাহার, চৌধুরি জুবাইরা সাকী জিপসী ও রেহনুমা মারিয়ম তুলি উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতকার অনুষ্ঠানে সাক্ষাতকালে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নব-নির্বাচিত নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় নারীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রস্তাবনা তুলে ধরেন। তারা স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারী উদ্যোক্তাদের কার্যক্রম জোরদার করার জন্য সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।
মেয়র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে তাদের প্রস্তাবকে সমর্থন করে বলেন, নারীর উন্নয়ন ছাড়া সমাজের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় নারী উদ্যোক্তাদের পাশে থাকবে। তিনি নারী উদ্যোক্তাদের জন্য সহজলভ্য সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।