



চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এবং ProGRESS Project, ILO Bangladesh- এর যৌথ উদ্যোগে “Training of Entrepreneurs (ToE) on SYB (Start Your Business)” শীর্ষক ছয়দিন ব্যাপী প্রশিক্ষণ ২য় দিনের কার্যক্রম আজ ৩০ জুলাই ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের ২য় দিনে ব্যবসায়িক ধারণাকে শক্তিশালী করার লক্ষে SWOT বিশ্লেষণের মাধ্যমে একটি ব্যবসার Strengths, Weaknesses, Opportunities ও Threats চিহ্নিত করে উদ্যোক্তারা তাদের নিজের ব্যবসার বর্তমান অবস্থা মূল্যায়ন করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের উপযুক্ত ধারণা লাভ করেন। আজকের দিনের শেষ সেশনে SIYB বিজনেস মডিউল গেম-১ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নুজহাত নূয়েরী কৃষ্টি এবং মোঃ হাফিজুর রহমান। মোট ২৫ জন উদীয়মান উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।



