


চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে এবং ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগিতায় CWCCI সেমিনার হলে আয়োজিত ৫ দিন ব্যাপী Gender And Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক আবাসিক প্রশিক্ষণের তৃতীয় দিনের কার্যক্রম আজ ২৪ জুলাই ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ব্যবসায় আর্থিক চক্র, ব্যবসায় নগদ অর্থ ব্যবস্থাপনা, ব্যয় নিরুপণ ও পণ্য/পরিষেবার মূল্য নির্ধারণ, ব্যবসায়ের হিসাব সংরক্ষণ, ব্যবসায় অর্থায়ন ও বিকল্প তহবিল নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন Get Ahead প্রশিক্ষক এসএমই ফাউন্ডেশন এর মহাব্যবস্থাপক মো.আব্দুস সালাম সরদার এবং সহকারী প্রশিক্ষক মাকসুদা ইয়াসমিন। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।



