Skip to main content
search

baking51baking512baking514baking515baking516baking517

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে SME Foundation এর সহযোগিতায় চট্টগ্রামের হালিশহরে পাঁচদিন ব্যাপী “পেষ্ট্রি এন্ড বেকারি” বিষয়ক প্রশিক্ষণের সমাপনী দিনের কার্যক্রম আজ ২ জুলাই ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন বিশেষজ্ঞ প্রশিক্ষক শামীমা নাসরিন। উল্লেখ্য যে, প্রশিক্ষণ কোর্সে মোট ৩৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করছেন।

Leave a Reply


Close Menu