Skip to main content
search

Mam

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (SME ফাউন্ডেশন) এর পরিচালক মনোনিত হয়েছেন। তিনি ২০২৫-২০২৭ মোট দুইবছরের জন্য মনোনিত হন। SME ফাউন্ডেশন (স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক ও উন্নয়নমূলক জাতীয় প্রতিষ্ঠান। যা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশর মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের নারী উদ্যোক্তাদের মূলধারায় আনতে ফাউন্ডেশন বিশেষ সহায়তা প্রদান করে থাকে। আবিদা সুলতানা চট্টগ্রামের একজন সফল নারী উদ্যোক্তা ও সমাজসেবী। তিনি দীর্ঘদিন যাবত চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহিত যুক্ত আছেন। বর্তমানে তিনি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নির্বাচিত প্রেসিডেন্ট ‍হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য যে, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, SME ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই চট্টগাম অঞ্চলের SME খাতের উদ্যোক্তা বিশেষ ভাবে নারী উদ্যোক্তাদেরে উন্নয়নে যৌথভাবে কাজ করে যাচ্ছে এবং SME ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব করে আসছে।

Leave a Reply


Close Menu