Skip to main content
search

Get 12register

চট্টগ্রাম জেলার নারী উদ্যোক্তাদের জন্য Gender and Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক আবাসিক প্রশিক্ষণের সুযোগ !!!!!!!!

নারী পুরুষের বৈষম্য দূর করে কিভাবে সুন্দর পরিবেশ তৈরীর মাধ্যমে নিজেদের ব্যবসা পরিচালনা ও ব্যবসা প্রতিষ্ঠানের কর্ম পরিবেশ সৃষ্টি করা যায় Gender and Entrepreneurship Together (Get Ahead Training) এর মাধ্যমে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ৫ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী চট্টগ্রাম জেলার নারী উদ্যোক্তারা নিচের গুগল ফর্মটি পূরন করে প্রাথমিক নিবন্ধন করুন। মোট ২৫ জন নির্বাচিত উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ এর সুযোগ পাবেন।

বিঃ দ্রঃ প্রশিক্ষণচলাকালীন সময়ে অবশ্যই আবাসিকভাবে অবস্থান করতে হবে।

অংশগ্রহণকারীদের ৫ দিন ব্যাপী থাকা-খাওয়া ও যাতায়াত ভাতা প্রদান করা হবে।

নিবন্ধনের শেষ তারিখ ২০ জুলাই, ২০২৫

Leave a Reply


Close Menu