Skip to main content
search

trade11register

জুন মাস শেষ হয়েছে, জুলাই মাস এলো, ট্রেড লাইসেন্স নবায়ন ও নতুন ট্রেড লাইসেন্স গ্রহণের এখনই উপযুক্ত সময়!!!!!!!

সহজ ভাবে নারী উদ্যোক্তাদের সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স প্রাপ্তিতে করণীয় এবং নবায়ন সংক্রান্ত খুঁটিনাটি বিষয় জানতে One 2 One Advisory Support Service on Trade License শীর্ষক সেশন আগামী ১০ জুলাই ২০২৫ বিকেল ৩.০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

যারা Trade License সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে আগ্রহী এবং ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়নে জটিলতায় ভুগছেন তারা গুগল ফরম টি পূরণ করে নিবন্ধন নিশ্চিত করুন।

আবেদনের শেষ সময়: ৯ জুলাই ২০২৫, রাত ১২:০০ (সর্বোচ্চ ২০ জনকে সুযোগ দেওয়া হবে)

 

 

Leave a Reply


Close Menu