Skip to main content
search

 

pastry23pastry22pastry21

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে SME Foundation এর সহযোগিতায় চট্টগ্রামের হালিশহরে পাঁচদিন ব্যাপী “পেষ্ট্রি এন্ড বেকারি” বিষয়ক প্রশিক্ষণের ২য় দিনের প্রশিক্ষণ কার্যক্রম আজ ২৯ জুন ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন বিশেষজ্ঞ প্রশিক্ষক শামীমা নাসরিন। উল্লেখ্য যে, প্রশিক্ষণ কোর্সে মোট ৩২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করছেন।

Leave a Reply


Close Menu