চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এবং ProGRESS Project, ILO Bangladesh-এর যৌথ উদ্যোগে আয়োজিত ছয় দিন ব্যাপী “Training of Entrepreneurs (ToE) on Start Your Business (SYB)” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ ৩০ জুন ২০২৫ ইং তারিখে CWCCI সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনের কার্যক্রমে প্রশিক্ষণার্থীরা তাঁদের নিজ নিজ ব্যবসায়িক পরিকল্পনার উপস্থাপনার (প্রেজেন্টেশন) মাধ্যমে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতার প্রতিফলন ঘটান। প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসাইন এবং CWCCI-এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান। প্রশিক্ষণে মোট ২৫ জন উদীয়মান উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ মনিটরিং ও ইভিলুয়েশন করেন SIYB ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এনামুল হক। তিনি তার বক্তব্যে অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। তিনি আরো বলেন, “উদ্যোক্তা হওয়ার জন্য ব্যক্তিগত সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জকে অগ্রগতির সিঁড়ি হিসেবে গ্রহণ করতে পারলেই একজন উদ্যোক্তা ব্যবসায়িক স্থিতিশীলতা অর্জন করে সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হন।” তিনি আরও যোগ করেন, “ব্যবসায়ের অন্যতম প্রধান উপাদান হলো কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা, যা ব্যবসার প্রসারকে সহজ করে তোলে।”
CWCCI-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব বলেন, “এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিজনেস আইডিয়াগুলোতে রয়েছে সৃজনশীলতা ও নতুনত্বের উজ্জ্বল সম্ভাবনা। তাঁদের উপস্থাপনা অত্যন্ত প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন CWCCI-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান ও শামীম মোরশেদ, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি, চৌধুরী জুবাইরা সাকী জিপসী এবং BDS এক্সপার্ট মোঃ হাফিজুর রহমান।