





চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) ও ProGRESS Project, ILO Bangladesh এর যৌথ উদ্যোগে CWCCI সেমিনার হলে আয়োজিত ছয়দিন ব্যাপী Training of Entrepreneurs (ToE) on SYB (Start Your Business) শীর্ষক প্রশিক্ষণের ৫ম দিনের কার্যক্রম আজ ২৯ জুন ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণের ৫ম দিনে পরিবেশবান্ধব পদ্ধতিতে (গ্রীন বিজনেস) ব্যবসা পরিচালনা, বিদ্যমান ব্যবসাকে আরও পরিবেশবান্ধব করে তোলার প্রক্রিয়া, পরিবেশবান্ধব ব্যবসা কি স্মার্ট ব্যবসা, ব্যবসায় আর্থিক পরিকল্পনা, প্রয়োজনীয় প্রারম্ভিক মূলধন ও উৎস নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসাইন ও CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান। প্রশিক্ষণের দক্ষতা মূল্যায়ন এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা যাচাই করার লক্ষ্যে প্রশিক্ষণ এসেস করছেন SIYB ট্রেনিং প্রোগ্রাম এর মাস্টার ট্রেইনার মোঃ এনামুল হক। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী ছয়দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।



