Skip to main content
search
News

“পরিশ্রম মানুষকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়”- আবিদা সুলতানা।

By February 16, 2025March 5th, 2025No Comments

P1 P2 P3 P4 P5 P6 P7 P8 P9

P10“পরিশ্রম মানুষকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়” চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা সম্প্রতি CWCCI এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজী এর প্রতিষ্ঠান মিয়া-বিবি’র ৫ম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। তিনি আরো বলেন পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা থাকলে মানুষের জীবনে সফলতা আসবেই যার উৎকৃষ্ট প্রমাণ সুলতানা নূরজাহান রোজী। আমি সবাইকে অনুরোধ করব তাকে অনুসরণ করার জন্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর পরিচালক কাজী তুহিনা আক্তার, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদা এ আওয়াল, সদস্য সায়মা সুলতানা ও নাসরিন আক্তার।

 

Leave a Reply

Close Menu