Skip to main content
search
Events

Preparation for Strategy Plan through ProGRESS Project এর আওতায় Institutional Capacity Building টিম এর সভা

By January 22, 2025No Comments

meet meet1 meet2

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে Preparation for Strategy Plan through ProGRESS Project এর আওতায় Institutional Capacity Building টিম এর সভা টিম লিডার CWCCI এর পরিচালক নুজহাত নূয়েরি কৃষ্টি এর নেতৃত্বে গতকাল ২১ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৩:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আবিদা সুলতানা। এছাড়া ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী, জেসমিন আকতার, সূবর্ণা দে, প্রাক্তন পরিচালক ফেরদৌস ইয়াসমিন খানম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।

Leave a Reply

Close Menu