চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Preparation of Policy Agenda for Agro Sector through ProGRESS Project: Consultation Meeting with Key Stakeholder শীর্ষক সভা আজ ১০ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। CWCCI এর প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর উপদেষ্টা আবিদা সুলতানা’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ এবং CWCCI এর কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন CWCCI এর পরিচালক ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর সদস্য নূজহাত নূয়েরী কৃষ্টি। সভায় চট্টগ্রাম রিজিয়নে এগ্রো সেক্টরের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক (উপসচিব) নাসিম ফারহানা শিরীন। আগত এগ্রো সেক্টরের উদ্যোক্তা ও স্টেকহোল্ডাররা কাজ করতে গিয়ে যেসকল চ্যালেঞ্জ এর মুখোমুখি হন এবং সম্ভাব্য সমাধান নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় আরো বক্তব্য রাখেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh, Management Committee এর চেয়ারপার্সন ডা: মুনাল মাহবুব।