Skip to main content
search

F PMPMSVP 1SVP 2Tanvir

“UK-Bangladesh Trade Missions and Policy Workshops on Public Procurement for Women” শীর্ষক কার্যক্রমকে সামনে রেখে চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) ও ITC SheTrade- এর যৌথ উদ্যোগে আজ ২৯ জুলাই ২০২৫ তারিখে একটি ভার্চুয়াল জুম মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় SheTrades Commonwealth এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন তহবিল (UKAID) এর সহায়তায় পরিচালিত কর্মসূচির আওতায় আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (International Trade Centre – ITC) কর্তৃক আগামী ২২-২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য UK-Bangladesh Trade Mission- এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। উক্ত মিশনের অংশ হিসেবে একই সময়ে ঢাকা এবং চট্টগ্রামে ”Sustainable Public Procurement (SPP) Policy” শীর্ষক সচেতনতা মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। উক্ত ওয়ার্কশপে যুক্তরাজ্য থেকে আগত ক্রেতাগণ অংশগ্রহণ করবেন।

এই মিটিং এ অংশগ্রহণ করেছেন  চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা মনোয়ারা হাকিম আলী,  প্রেসিডেন্ট আবিদা সুলতানা,  সিনয়র ভাইস প্রেসিডেন্ট ড. মুনাল মাহবুব ও লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সীমা খাতুন ও শামীম মোর্শেদ, পরিচালক আমেনা শাহীন, নাসরিন সুলতানা চৌধুরী, রেহনুমা মরিয়ম তুলি, কাজী তুহীনা আক্তার ও সৈয়দা কামরুন নাহার, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার এবং CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি.এ. রায়হান।

Leave a Reply


Close Menu