





ILO Country Office for Bangladesh ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর যৌথউদ্যোগে CWCCI সেমিনার হলে আয়োজিত তিনদিন ব্যাপী Formalize Your Business (FYB) for Informal Enterprises শীর্ষক প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম আজ ১৮ মে ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ব্যবসা আনুষ্ঠানিককরনের জন্য ট্রেড লাইসেন্স ও ট্যাক্স সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়, ব্যবসায়ের সঠিক হিসাব রাখতে এবং লাভ ক্ষতির সঠিক ধারণা পেতে বুককিপিং নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন জনাব ফেরদৌস আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাজস্ব সার্কেল-৭ এর কর কর্মকর্তা (লাইসেন্স) মুহাম্মদ ইয়াছিন এবং আয়কর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।



