Skip to main content
search

 

141311

১০ মে ২০২৫ তারিখ শনিবার এসএমই ফাউন্ডেশনের ১৯তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসএমই ফাউন্ডেশনের ১৯তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যদের কাছে ২০২৩-২৪ অর্থবছরের বাস্তবায়িত কর্মসূচির ওপর বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। সভায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা বলেন, বাংলাদেশের বাণিজিক রাজধানী চট্টগ্রাম। এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি চট্টগ্রাম অঞ্চলে নারী উদ্যোক্তাদের উন্নয়নে যৌথভাবে কাজ করে যাচ্ছে। তিনি বিগত সময়ে এসএমই ফাউন্ডেশন কর্তৃক দেশের এসএমই উদ্যোক্তাদের জন্য গৃহিত পদক্ষেপ এর প্রসংশা করে বলেন, ভবিষ্যতে আমরা এসএমই সেক্টরের উন্নয়নে ফাউন্ডেশনের বলিষ্ঠ ভূমিকা দেখতে পাব এবং চট্টগ্রাম অঞ্চলে এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়নে যৌথভাবে কাজ করে যাব।

Leave a Reply

Close Menu