Skip to main content
search
News

“জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা, ২০২২ অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা”

By January 16, 2025No Comments

CIR2CIR4CIR1CIR3

“জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা, ২০২২ অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা” আজ ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের মাননীয় জেলা প্রশাসক জনাব ফরিদা খানমের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জিয়াউদ্দীন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। উক্ত কর্মশালায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষে অংশগ্রহণ করেন CWCCI এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা। তিনি তার বক্তব্যে আমাদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা রেমিট্যান্স যোদ্ধাদের দক্ষ করে তোলার বিষয়ে জোর দেন। তিনি আরো বলেন আমাদের রেমিট্যান্স যোদ্ধারা যদি আরো দক্ষ হয়ে গড়ে উঠতে পারে তাহলে তারা আমাদের দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে সহায়তা করবে। কর্মশালার মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জোহর আলী, সদস্য (প্রশাসন ও অর্থ) ও যুগ্মসচিব, এনএসডিএ। তিনি দক্ষতা উন্নয়নে মাঠ প্রশাসনের করণীয় ও এনএসডিএ’র প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় CWCCI এর পরিচালক সুবর্ণা দে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Close Menu