Preparation of Policy Agenda for Agro Sector through ProGRESS Project: Consultation Meeting with Key Stakeholder শীর্ষক সভা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Preparation of Policy Agenda for Agro Sector through ProGRESS Project: Consultation Meeting with Key Stakeholder শীর্ষক সভা আজ ১০ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় CWCCI এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। CWCCI এর প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর উপদেষ্টা আবিদা সুলতানা’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ এবং CWCCI এর কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন CWCCI এর পরিচালক ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর সদস্য নূজহাত নূয়েরী কৃষ্টি। সভায় চট্টগ্রাম রিজিয়নে এগ্রো সেক্টরের চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক (উপসচিব) নাসিম ফারহানা শিরীন। আগত এগ্রো সেক্টরের উদ্যোক্তা ও স্টেকহোল্ডাররা কাজ করতে গিয়ে যেসকল চ্যালেঞ্জ এর মুখোমুখি হন এবং সম্ভাব্য সমাধান নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় আরো বক্তব্য রাখেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh, Management Committee এর চেয়ারপার্সন ডা: মুনাল মাহবুব।